পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে কর্মসূচি গ্রহণের জন্য পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ০৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও ষষ্ঠবারের মতো নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ প্রমুখ।