খুলনা ব্যুরো: ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে যশোরে বুধবার ( ৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় টাউন হল ময়দানে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।
বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংগীতের সাথে সাথে ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উজ্জীবনী সংগীত ‘জয় বাংলা বাংলার জয়’ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান ‘বিজয় নিশান উড়ছে ঐ’ পরিবেশন করেন ৫০ শিল্পী।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বক্তৃতা করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনী প্রধান আলী হোসেন মনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাতীয় সমাজতান্তিক দল-জাসদের কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফা, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, ভাইস চেয়ারম্যান সুকুমার দাস, দিপংকর দাস রতন, হারুন অর রশীদ প্রমুখ।
আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব চলবে। প্রতিদিন থাকবে নাটক ও লোক সংগীত। বিজয়ের ৫০ বছর পূর্তিতে যশোর জেলা ও প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সহযোগিতায় রয়েছে যশোর জেলা প্রশাসন।