আনোয়ারা প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদে নির্বাচনে আনোয়ারা উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৫৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এ সময় চেয়ারম্যান পদে ৩১ জন,সংরক্ষিত মহিলা-৯৩ জন, সাধারন পুরুষ-৪১২ জন সদস্য পদে মোট ৫৩৬ জন মনোনয়নপত্র জমা দেন।
আজ বৃহস্পতিবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল-স্লোগানে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে যেন উৎসবের আমেজে পরিণত হয়।
আনোয়ারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াব আলী । বারশত ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।
তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম শাহ এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম, ফজলুল হক, সমিরন নাথ ।
রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জানে আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সালামত উল্লাহ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, হাফেজ আবুল কাসেম, ফরিদ উদ্দীন।
বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দীন আহমেদ চৌধুরী।
বরুমছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক চৌধুরী, বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবুল বসর।
বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ও বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল। ফলে হাসনাইন জলিল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবেন। শুধু নির্বাচন অফিস থেকে ঘোষণা দেওয়া বাকি আছে।
আনোয়ারা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার দেব। বিদ্রোহী প্রার্থী স্বপন ধর ও দিদারুল ইসলাম চৌধুরী টিপু, স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম।
চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাপ ছেলে । তাঁরা হলেন , আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছেলে আফতাব উদ্দীন চৌধুরী। বাবা স্বতন্ত্র প্রার্থী শামশুদ্দীন আহমেদ চৌধুরী।
পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫ জন । তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, হাসান জিয়াউল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হক।
হাইলধর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন তিনজন। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কলিম উদ্দীন । স্বতন্ত্র প্রার্থী আবু তাহের, মোহাম্মাদ সোলাইমান।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী বলেন, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদসহ মোট ৫০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুন্দর, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা প্রাণপণ চেষ্টা করছি এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাশাপাশি প্রার্থীদেরও সহায়তা কামনা করছি।
অন্যদিকে আনোয়ারায় ১০টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সুবিধার্থে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪টি অফিসের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নিয়োগ দেন।
তাঁদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার তনুশ্রী গোস্বামী দায়িত্ব পালন করছেন বৈরাগ, বারশত, আনোয়ারা সদর ইউনিয়নের। বটতলী ও রায়পুর ইউনিয়নের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী চাতরী, পরৈকোড়া, হাইলধর ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন পালন করছেন, বরুমছড়া ও বারখাইন ইউনিয়নের।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মানোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।