বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পাইকগাছায় র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয় প্রঙ্গনে ভূমিজ ফাউন্ডেশন উদ্যোগে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। অনিমা ঢালীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত শাহা। বিশেষ অতিথি ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের উপজেলা উপদেষ্টা এ্যাড, শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম পাইকগাছা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার। বক্তব্য রাখেন, তালা উপজেলা অন্তজ পরিষদের সভাপতি স্বরসতি দাশ, সম্পদক ইমদাদুল হক, প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল চক্রবর্তী, সুপার ভাইজার দে অজ্ঞন কুমার, অন্তজ পরিষদের নেত্রী ত্রজা গোমেজ, সদস্য মাধবী দাশ, ছাত্রফোরামের সভাপতি ইতি বৈরাগী, সম্পাদক রানী বিশ্বাস, আসমা আক্তার, অর্জুন বিশ্বাস, তারেক সরকার, রিনা দাশ, বিলকিস দাশ প্রমুখ।