নিজস্ব প্রতিবেদন: দেশের বরেণ্য সাংবাদিক, বেশ কিছু গ্রন্থের প্রণেতা ও সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান এস এম হাফিজুর রহমান ভাই (৮০ বছর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…। তিনি ডিএফপির সহকারী রেজিস্টার পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে সাংবাদিকতা ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী হাফিজ ভাই সহ-সম্পাদক থেকে শুরু করে ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এবং শেষে দৈনিক ইনকিলাবের চিফ নিউজ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন অবস্থায় অবসরে যান। তিনি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগেও দায়িত্ব পালন করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের কোবা মসজিদে জানাজা শেষে তালার চর কানাইদিয়া গ্রামে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়। তিনি তালা উপজেলা সমিতি-ঢাকার সাবেক সভাপতিও ছিলেন। দৈনিক বাংলাদেশ টাইমস পরিবারের পক্ষ থেকে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।