বিশেষ প্রতিনিধি: মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি.’র ৫৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের শিক্ষা পরিবারের সদস্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার শিক্ষামন্ত্রীর বাসভবনে মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রানঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাসৈনিক এম এ ওয়াদুদের একমাত্র কন্যা ডা. দীপু মনি এম.পি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি এর আগে সফলভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা কার্যক্রম। চবি উপাচার্য মাননীয় শিক্ষামন্ত্রীর ৫৭তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ ছাড়া চবি’র মাননীয় উপাচার্য আগামী ফেব্রুয়ারি’তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ’ এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. কে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান এবং তিনি তাঁর সদয় সম্মতি প্রকাশ করেন। উল্লেখ যে, বাংলাদেশে ‘সমুদ্র ও মৎস্যবিদ্যা’ শিক্ষার ক্ষেত্রে প্রথম ও প্রধান স্বনামধন্য এ ইন্সটিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭১ সালে যাত্রা শুরু করে।