আনোয়ারা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আনোয়ারা সদর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অসীম কুমার দেব’র পক্ষে নৌকা মার্কার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মা কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে ৭নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী- লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক। প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: সৈয়দ।
এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুশীল চক্রবর্তী, পরমেশ চৌধুরী, সদস্য নজরুল ইসলাম বকুল, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী, সদস্য আলী আব্বাস। তাপস চৌধুরী, মোঃ মিয়া, বাকলিয়া ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।