নিজস্ব প্রতিবেদন: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী একেএম আনিসুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) বেলা ১টার সময় দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি—–রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি সাতক্ষীরা সিবি হসপিটাল, চায়না বাংলা শপিং সেন্টার, চায়না বাংলা ফুডসসহ অসংখ্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহি রেখে গেছেন।
একেএম আনিসুর রহমানের দুবাই সফর সঙ্গি আব্দুল হাইয়ের উদ্বৃতি দিয়ে তাঁর পারিবারিক সুত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী একেএম আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক বাংলাদেশ টাইমস পরিবার।