বিশেষ প্রতিনিধি: পাইকগাছা প্রেসক্লাবের এক জরুরী সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি এ্যাডঃ এফ,এম,এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, রবিউল ইসলাম, আলাউদ্দীন রাজা, বিভাসেন্দু সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, অমল কৃষ্ণ মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, এফ, এম বদিউর জামান ও আছাদুল ইসলাম প্রমুখ। সভায় প্রেসক্লাবের চলমান উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সহ নতুন বছরের প্রথম সপ্তাহে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন এবং সাংবাদিকদের নামে অহেতুক জিডি ও গ্রেফতার পূর্বক হয়রানী করার প্রতিবাদে থানার নিউজ বর্জন করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।