আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ জোবায়ের আহমেদ।
এবার ভর্তি ইচ্ছুক ৫৩৩জন শিক্ষার্থী আবেদন করেছিলো। এদের মধ্য থেকে ৭৪ ছাত্র ও ৭৪ ছাত্রী ভর্তি সুযোগ পেয়েছেন। এ ছাড়াও ১৫ ছাত্র ও ১৫ ছাত্রীকে অপেক্ষা মান তালিকায় রাখা হয়েছে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, রেল পথ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ডেজি চক্রবর্তী প্রমুখ।