খুলনা ব্যুরো: জনপ্রিয় অনলাইন দৈনিক রূপসা বার্তা” সম্পাদক, বাংলাদেশ বেতার খুলনার জনপ্রিয় শ্রোতা নন্দিত মুখ, খুলনা ইসলামীয়া মহিলা কলেজের ইংরেজি অধ্যাপক ইফফাত সানিয়া ন্যান্সি”র সেজ চাচা সৈয়দ জিয়াউল ইসলাম আজ ২২শে ডিসেম্বর বুধবার সকালে ইন্তেকাল করেছেন.(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
এ দিকে অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকার সম্পাদক” প্রভাষক ইফফাত সানিয়া ন্যান্সি”র সেজ চাচার মৃত্যুতে অনলাইন দৈনিক রূপসা বার্তা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাতা সম্পাদকঃ নুসাইব বিন শহিদুল ফরাজি”
সহকারী সম্পাদকঃ মোঃ খবিরুদ্দিন” প্রধান সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ” প্রকাশকঃ মোঃ মোশাররফ ইশারাত শেখ সহ সম্পাদক মন্ডলীর মোঃ নাহিদ জামান, এফ এম বুরহান” এস এম আসাদুজ্জমান” জি এম ইমরান” মোঃ মিলন মোল্লা” এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোশতাক” মোঃ ওমর ফারুক রাসেল সহ রূপসা বার্তা পত্রিকা সকল সম্পাদক মন্ডলী সহ প্রতিনিধিগন।