আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ০৫ জানুয়ারি। এই নির্বাচনে বটতলী ইউনিয়ন হতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ছেন মেসবাহ উদ্দিন চৌধুরীর সোহেল।
বুধবার (২৯ডিসেম্বর) দুপুরে বটতলী রিটার্নিং অফিসার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়া পর হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন।
এই বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে মাননীয় হাইকোর্ট আমার নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেছে। আজ আনারস প্রতীক বরাদ্দ পেলাম । আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আগামী ০৫ জানুয়ারী চেয়ারম্যান নির্বাচনে লড়ে যাব।
এই বিষয়ে জানতে চাইলে বটতলী রিটার্নিং কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন
বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে মেজবাহ উদ্দিন চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে। ০৫ জানুয়ারি নির্বাচনে তার আপাতত কোন বাঁধা নেই।তাকে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।তবে হাইকোর্টের রায়ের বিপক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আপিল করেছেন।পরবর্তি শুনানি আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নিবে উপজেলা নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, ৪নং বটতলী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। এতে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এম.এ মান্নান চৌধুরী ঋণ খেলাপীর অভিযোগ তুলেন। গত ১২ ডিসেম্বর যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপি অভিযোগে উপজেলা নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করলে পরে মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচনে আপিল করেন।১৭ ডিসেম্বর (শুক্রবার) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেলের করা আপিলের নিস্পত্তি শেষে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে তিনি হাইকোর্টে আপিল করেন। পরবর্তীতে ২৭ ডিসেম্বর আপিলের রায় দেওয়ার তারিখ থাকলেও গতকাল ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে মেজবাহ উদ্দিন চৌধুরীর সোহেলের নমিনেশন পেপার বৈধ ঘোষণা করে।