বিশেষ প্রতিনিধি: ২০২১ শেষে উদিত হলো নতুন সূর্য। এলো আরেকটি বছর, ২০২২ সাল। পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেগেছে সেই দোলা।
তাই আমি বাসুদেব দাশ, দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং বলতে চাই, চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া না, বছর শেষে এই উপলদ্ধি আমার মনে, আর একটি নতুন বছর শুরু হলো জীবনের, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, কি পেয়েছি কি হারিয়েছি হিসেব করাটা অমূলক কেবল বলবো আসে দিন ভালো। বছর জুড়ে নানান ঘটন অঘটন দিয়েই পার করতে হয় এইটা জীবন। তবুও নতুন আশা নিয়ে নতুন ভাবনা নিয়ে মানুষ বেঁচে থাকে এগিয়ে চলে সামনের পথ, আমিও চলবো দৈনিক বাংলাদেশ টাইমস এর জন্য, সেই আলোরবিন্দুকে টার্গেট করে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিগত বছরের ভুলগুলো সংশোধন করে দৈনিক বাংলাদেশ টাইমস পরিবার নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা, ২০২২ সাল সবার জীবন ভালো কাটুক।
স্বাগত ২০২২, নতুন বছর, নতুন স্বপ্ন। চাই পরিপূর্ণ গণতন্ত্র। সুস্থ রাজনীতি, সুন্দর একটা বছর এবং সুন্দর হোক প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত, নতুন বছরের পদধ্বনি নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য।
শত ব্যর্থতায় বছর শেষ হলেও আগামী বছর মনের মত করে প্রত্যাশা, প্রাপ্তির হিসেব মিলিয়ে ভালো কাটুক সকলের, নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানা-হানি, ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি। নতুন বছরে সাংবাদিক হিসাবে এটাই আমার চাওয়া, সবাইকে নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা।