নিজস্ব প্রতিবেদক: আজ ০১/০৭/২০২২ ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় দৈনিক বাংলাদেশ টাইমস এর প্রধান কার্যালয়ে দৈনিক বাংলাদেশ টাইমস এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ টাইমস এর সম্পাদক সুমন কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক মোঃ রায়হানুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ৪ নং কুমিরা ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৪ নং কুমিরা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু নিবাষ সরকার, মিতালী যুব সংঘের সভাপতি বাবু মোহন লাল ঘোষ ও কোষাধ্যক্ষ প্রতাপ ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী বাবু প্রদীপ রায় (লালন), কুমিরা আনন্দময়ী আশ্রম এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কল্যাণ কান্তি বসু, শিক্ষক উদয়ন বিট, শিক্ষক নব কুমার পাইন, শিক্ষক সাধন চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ পলাশ গাজী, দৈনিক বাংলাদেশ টাইমস এর বিশেষ প্রতিনিধি শাহীন হোসেন, মহীতোষ পাল সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।
দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থপনা পরিচালক বাসুদেব দাশ শারীরিক অসুস্থতার জন্য দেশের বাইরে থাকলেও তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সম্পুর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি বলেন, দৈনিক বাংলাদেশ টাইমসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আমার নিজের শারীরিক চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায়, উক্ত মহতি অনুষ্ঠানে না থাকতে পারলেও আমি উক্ত মাহতি অনুষ্ঠানের সফলতা এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি দৈনিক বাংলাদেশ টাইমসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের এবং সাথে সাথে দৈনিক বাংলাদেশ টাইম পরিবার সহ আমার সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থী আমি। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন সবাই আমি যেন দ্রুত ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে দেশে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
এ সময় অতিথিবৃন্দ দৈনিক বাংলাদেশ টাইমস এর সকল সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের আহবান জানান।
উল্লেখ্য যে, ২০২১ সালে এই দিনে দৈনিক বাংলাদেশ টাইমস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।