খুলনা ব্র্যরো: কয়রা উপজেলার ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা জানুয়ারি রোজ শনিবার ২২ বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ও মায়েরা।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহিনুর রহমান এর নেতৃত্বে প্রথম থেকে পঞ্চম শ্রেণির নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সকল শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সাহেব শিক্ষার্থী ও অভিভাবক ও ময়েদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত নিশ্চিতকরণ পরিষ্কার-পরিচ্ছন্ন বই সেলাই করা মোলাট লাগানো ইত্যাদি বিষয়ে কথা বলেন।