আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় শব্দ দূষণের অভিযোগে পারকি সমুদ্র সৈকতে আসা পর্যটকবাহী পাঁচটি যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার ও চাতরী চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানভীর হাসান চৌধুরী নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক পর্যটকবাহী অন্তত পাঁচটি গাড়িকেই এই জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, পারকি সমুদ্র সৈকতে যানবাহন(মিনিট্রাক) নিয়ে ঘুরতে আসা অধিকাংশ কিশোর এবং রাস্তায় জোরে গান বাজিয়ে নেচেগেয়ে অন্যান্যদের বিরক্ত ও উতক্ত করে আসছিল। পর্যটকবাহী সেই পাঁচটি যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সকাল পর্যন্ত পারকি ও পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসাধারণ অবস্থান করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছিল