আনোয়ারা প্রতিনিধি: পঞ্চম ধাপে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় এসব ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটাররাও শীত উপেক্ষা করে সকাল সকাল কেন্দ্রে হাজির হয়েছেন।
ইতোমধ্যে এই উপজেলায় ৫ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার এবং সাধারণ মেম্বার ৪জন। এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯২টি, ভোটকক্ষ ৫৩১টি। নির্বাচনে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ৩৮১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৫০ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ২ হাজার ৯৯১জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫৯জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানিয়েছেন, ইউপি নির্বাচনে এবার ১০ ইউনিয়নে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
তিনি আরও জানান, সোমবার (৩ জানুয়ারি) মধ্যরাত (রাত ১২টা) থেকে এসব এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ। একই সময় থেকে মোটরসাইকেল চলচলও বন্ধ রয়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত।
তবে সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, ভোটের পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের দায়িত্বে থাকবেন।