পাটকেলঘাটা প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় ইউটিউব চ্যানেল পঞ্চম এ রিলিজ হলো সাতক্ষীরার সঙ্গীত জগতের সুপরিচিত মুখ ইন্দ্রজিতের মিউজিক ভিডিও মনের চোখ। এম এ শাহীনের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন তরুণ প্রতিভাবান সঙ্গীত পরিচালক মিঠুন দাশ। সাতক্ষীরার কিছু মনোরম লোকেশন এ গানটির চিত্র ধারণ করা হয়। এ বিষয়ে কন্ঠশিল্পী ইন্দ্রজিত বলেন, গানটির গীতিকার ও সুরকার এম এ শাহীনের কথা ও সুরে এটি আমার প্রথম গান। গানটির কথা ও সুরের মধ্যে বেশ রোমান্টিক একটা আবহ আছে তাছাড়া সঙ্গীত পরিচালক মিঠুন খুব যত্ন করে গানটির কম্পোজিশন করেছে। যারা সুস্থ ধারার গান শুনতে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখে গান টি করা হয়েছে। এ ধরনের কথা ও সুর পেলে ভবিষ্যতে আরও মিউজিক ভিডিও নির্মাণ করবো।