খুলনা ব্যুরো: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কয়রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১০ই জানুয়ারী) সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নেতৃবৃন্দ উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের ও সাবেক উপজেলা চেয়ারম্যান সভাপতি জিএম মোহসিন রেজা’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনাতে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জিএম ফজর আলী, বীর মুক্তিযোদ্ধা জিএম ইয়াকুব আলী, উত্তর বেদকাশী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, বাগালি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ আব্দুস সামাদ গাজী, মহারাজপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি দেবদাস মন্ডল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম লুৎফুর রহমান, কয়রা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জিএম আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আব্দুর রকিব, জিএম আকতারুল ইসলাম সৌরভ, হুমায়ুন কবির নিউটন, সাইফুদ্দিন লাবু, এসএম রমজান আলী, সুশান্ত কুমার মৃধা, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, হাফিজুর রহমান, শ্রমিকলীগ নেতা ইমরান হাসান রোকন, অমিত মন্ডল, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, ইসমাইল সুমণ, বিলাল আহমেদ বিল্লু, জোবায়ের হোসেন, আশিকুর রহমান প্রমুখ ৷
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের, জাতীয় চার নেতা, এবং স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।