বিশেষ প্রতিনিধি: শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের, (খুলনায়) পরিচালক হিসিবে যোগদান করলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কৃতি সন্তান ডা. শেখ আবু শাহীন। গত ৩ জানুয়ারি ২০২২ তারিখে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পত্রাদেশ পেয়ে তিনি গতকাল মঙ্গলবার যোগদান করেন।
এর আগে তিনি যশোর জেলা সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন। ডা. শেখ আবু শাহীনের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে। তার পিতা শেখ শওকত আলী ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি ১৯৭২ সালে কুমিরা ইউনিয়নের অবয়তলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠাতা প্রকৌশলী ক্ষিতিনাথ ঘোষের কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাস করে খুলনা বিএল কলেজ হতে এইচএসসি পাস করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।
সফলতার সাথে এমবিবিএস পাস করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে পাইকগাছা, শালিখা উপজেলা, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকরি করেন। পরে কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলা সিভিল সার্জন, ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্তাবোধক হিসেবে সাময়িক দায়িত্ব পালন করেন। প্রথম দিকে সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময়ে রাজস্ব আদায় করে সাতক্ষীরার মানুষের সুনাম অর্জন করেন। পরে মন্ত্রণালয়ের আদেশে ২০২০ সালের জানুয়ারি মাসে যশোর জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করে সর্বশেষ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিচালক হিসেবে যোগদান করলেন।
তার এই সফলতার জন্য দৈনিক বাংলাদেশ টাইমস পরিবারের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ, সম্পাদক সুমন ঘোষ, বার্তা সম্পাদক রায়হানুজ্জামান রনি, প্রকাশক কৃষ্ণ প্রদত্ত সহ সকল স্তরের কর্মকর্তা, প্রতিনিধি সহ কলাকুশলীবৃন্দ তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।