খুলনা ব্র্যরো: একজন ব্যক্তির জীবনে যে বয়সটা সবচেয়ে আনন্দঘন মুহূর্তে অতিবাহিত হয়
সে বয়সে এই শিশুটি পায়ে অস্ত্রপাচার নিয়ে বিছানায় পড়ে আছে শিশুটির নাম আল কারীম বয়স ৪ বছর।সে কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়নের শেওড়া গ্রামের মেহেদী হাসান গাইনের পুএ।
পরিবার সূএে জানাগেছে, কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে তার বাম পা ভেঙে যায়। তার পায়ে অস্ত্রপাচারের মাধ্যমে কয়েকটা রড বসানো হয়। পরবর্তীতে সেখানে ইনফেকশন হলে তার পরিস্থিতির আরো অবনতি ঘটে।
তার পিতা একজন দিনমজুর। তাদের আর্থিক অবস্থা স্বচ্ছল না হওয়ায় আর্থিক সমস্যায় পতিত হয়ে তার চিকিৎসার বাধা সৃষ্টি হচ্ছে।
কোনো স্ব হৃদয়বান ব্যক্তি যদি যার যার অবস্থান থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারপরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা
মেহেদী হাসান গাইন
গ্রাম:শাওড়া( গুচ্ছ গ্রাম)
ইউনিয়ন:-২নং বাগালী
ওয়ার্ড:-৩নং
কয়রা,খুলনা,
চিকিৎসাঃ ইসলামি ব্যাংক হাসপাতাল খুলনা।
বিস্তারিতঃ বিকাল / নগদ 01794713022 (রোগীর পিতা)