খুলনা ব্যুরো: কয়রায় এতিম সহয়তা,ফাউন্ডেশন এর পক থেকে ৮০ জন এতিম সহায়তা বাচ্চাদের মাঝে ১৮/০১/২০২২ মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা মদিনাবাদ হাইস্কুলে পবিত্র কুরআন শরীফ ও শীত বস্ত বিতরণ করা হয়
উক্ত পবিত্র কুরআন শরীফ ও শীত বস্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
আবু বাক্কার মোল্ল্যা উপজেলা যুব উন্নয়ন অফিসার, মাওলানা শফিকুল ইসলাম নিজামী প্রিন্সিপাল কয়রা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আব্দুল্লাহ আল মামুন উপজেলা সমাজ সেবা অফিস সহায়ক, হারুনর রশীদ উপজেলা সমাজ সেবা অফিস সহায়ক, বিদেশ রঞ্জন মৃধা প্রভাষক কপোতাক্ষ কলেজ, হাফেজ হাফিজুর রহমান,
সভাপতিত্ব করেন এতিম সহায়তা ফাউন্ডেশন কয়রা ওকয়রা ব্লাড ব্যাংক
প্রতিয্ঠাতা মোঃ মোস্তাফিজুর রহমান
পরিচালনা করেন হাফেজ মনিরুজ্জামান মনি সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন
আরো উপস্থিত ছিলেন
সাইফুল ইসলাম,
নাঈমুল হুদা রনি সাবেক সাধারণ সম্পাদক কয়রা ব্লাড ব্যাংক,আব্দুল আলিম সভাপতি কয়রা ব্লাড ব্যাংক কপোতাক্ষ কলেজ শাখা, মাষ্টার ইকরামুল, মনিরুজ্জামান মাহিন, শিমুল, জুয়েল, হাফেজ এনামুল কবির প্রমুখ।