খুলনা ব্যুরো: শুভ হোক শুভ দিন” শুভ হোক শুভ ক্ষণ” সাংবাদিক মিলন মোল্লার শুভ জন্মদিন। গতকাল ২৬ জুলাই সোমবার তার জন্মদিন উপলক্ষে. রূপসা উপজেলার নৈহাটি গ্রামে মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন মাস্টার বড় ছেলে মোঃমিলন মোল্লা যিনি ডিকেএস নিউজ ডটনেট এর সহ সম্পাদক ও দৈনিক রূপসা বার্তা পত্রিকার সহ বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ মিলন মোল্লা যার ছেলেবেলা কেটেছে নৈহাটি গ্রামে । ৪ ভাই বোনের মধ্যে সবথেকে বড় আদরের ছেলে ” মোঃ মিলন মোল্লার ”। বাবা ছিলেন সরকারি প্রাইমারির শিক্ষক। মা গৃহিনী। অনেক বড় এবং বংশীয় পরিবারে তার জন্ম। বাবা, মা ভাই বোনের আদরের ভাই মোঃ মিলন মোল্লা।
এ দিকে ছোটবেলা থেকে তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি নেহালপুর ব্লাড ব্লাড ব্যাংক এর উপদেষ্টা, আদর্শ সামাজিক সংগঠন রূপসা উপজেলার যুগ্মসাধারণ সম্পাদক, তিনি কর্ণপুর যুব সংঘের সদস্য, সাংবাদিক জগতে তিনি ডি কে এস নিউজ ২৪ এর সহ-সম্পাদক” দৈনিক রূপসা বার্তা পত্রিকার সহ বার্তা সম্পাদক” প্রেসক্লাব রূপসার
ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক মিলন মোল্লা”রচ জন্মদিন উপলক্ষে গতকাল ২৬ জানুয়ারি ডিকেএস নিউজ২৪ এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক ডাক্তার খান মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সম্পাদক নাহিদ জামান এর পরিচালনায়, সাংবাদিক মিলন মোল্লার জন্মদিন পালিত হয়, ডিকেএস নিউজ ২৪ এর কার্যালয়ে , এ সময় বক্তব্য রাখেন , প্রেসক্লাব রূপসার সহ-সভাপতি আশিকুর রহমান বাবু , সাধারণ সম্পাদক মোহাম্মদ খবীরুদ্দীন , ডিকেএস নিউজ 24 এর বার্তা সম্পাদক ও প্রেসক্লাব রূপসার কোষাধক্ষ্য নাইমুজ্জামান শরীফ, যুগ্ম বার্তা সম্পাদক ডিকেএস ও প্রেসক্লাব রূপসার সমাজ কল্যাণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম লাইট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এফ এম বুরহান, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব রূপসার প্রচার ও প্রকাশনা সম্পাদক” দৈনিক রূপসা বার্তা”র সহ সম্পাদক মোঃ শেখ শহীদুল্লাহ আল আজাদ, দৈনিক রূপসা বার্তা পত্রিকার প্রকাশক ও প্রেসক্লাব রূপসার সদস্য” মোঃ মোশাররফ শেখ ইশারাত। এ এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক
ইব্রাহিম শেখ হিবু উপদেষ্টা” নেহালপুর ব্লাড ব্যাংক, রাশেদুজ্জামান রাকিব প্রতিষ্ঠাতা পরিচালক নেহালপুর ব্লাড ব্যাংক সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন শেখ যুগ্মসাধারণ সম্পাদক” আলামিন প্রান্ত, সদস্য নুননাহার, একরামুল প্রমুখ।