খুলনা ব্যুরো: কয়রায় অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে। ২ ফেব্রয়ারী বিকাল ৫ টায় মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা বাজারে ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভাগবা এইএ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আমির আলী, প্রধান শিক্ষক জিএম অদুদ হােসেন,প্রধান শিক্ষক মােঃ শহিদুল ইসলাম,বীর মুক্তিযােদ্ধা মােঃ শাহাদাত হােসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইউপি সদস্য মহাশিষ সরদার,ইউপি সদস্য মােঃ শফিকুল ইসলাম (শফি), মোঃ রেজাউল করিম(কারিম), উত্তম কুমার মন্ডল(বাবু), মােঃ আলমগীর হােসেন,সাবেক ইউপি সদস্য গােলাম মােস্তফা, সমাজ সেবক মােঃ আফজাল হােসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।