পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অসুস্থ মানুষের মানবিক সহায়তা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠািত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে ১৯ জন অসুস্থ মানুষকে ১৫ লক্ষ ২০ হাজার টাকা চেক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা স্বরুপ ৫ লক্ষ টাকার চেক পেয়ে আবেগআপ্লুত হযে হার্টের রোগী গোলবুনিয়ার সঞ্জয় সরদার বললেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি বাবুর ঋন পরিশোধ করতে পারবো না। ৫০ হাজার টাকার চেক পেয়ে একই অনুভুতি প্রকাশ করলেন পৌরসভার আব্দুল মজিদ বয়াতী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ৮নং রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদুৎ রজ্ঞন শাহা, চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, প্রভাষক ময়নুল ইসলাম, নির্মল চন্দ্র অধিকারী, শেখ ইকবল হোসেন খোকন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এম এম আজিজুল হাকিম, আরশাদ আলী বিশ্বাস, বিভুতি ভূষন সানা, শাহাবুদ্দীন শাহিন, আবু সাঈদ কালাই, আকরামুল ইসলাম, গৌতম রায়।