খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় আমেরিকান প্রবাসী মোঃ সাইফুল ইসলাম মোড়ল’র নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টায় ৪ নং খর্ণিয়া ইউনিয়নের রানাই ওয়ার্ড ও দুপুর ২ টায় গোনালী ওয়ার্ডে ৪ শত অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। শীতবস্ত্র কম্বল বিতরণ উপলক্ষে গোনালি বেলতলা বাজার চত্তরে, মাস্টার আব্দুর রউফ’র
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম নূরুল ইসলাম। বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মোঃ সাইফুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য মোজাফর হোসেন, সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রাশিদা বেগম, এ সময় উপস্থিত ছিলেন পিয়ারী বেগম, আবুল বাসার, আজিজুর রহমান, হাবিবুর, আঃরাজ্জাক ও আঃ হালিম প্রমুখ।
উল্লেখ্য, করোনাকালে আমেরিকান প্রবাসী মোঃ সাইফুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে পরিচালিত সালেহা ওহাব শিক্ষা প্রকল্পের উদ্যোগে ফ্রি টেলি মেডিসিন সেবা, অক্সিজেন সেবা, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণসহ নানান ধরনের সমাজ সেবামূলক কাজ করে আসছে।
আলোচনা অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন আমেরিকান প্রবাসী মোঃসাইফুল ইসলামসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।