খুলনা ব্যুরো: ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার কয়রা উপজেলার দুঃসময়ের আওয়ামী লীগ নেতা ও বর্তমান ভারপ্রাপ্ত কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী এবং খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে শারফুদ্দিন বিশ্বাস বাচ্চু নিশিত রঞ্জন মিস্ত্রী কে জড়িয়ে ধরে ব্যথিত হৃদয়ে হৃদয় নিংড়ানো কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আবদুর রশিদ সরদার ,কয়রা উপজেলা আওয়ামী লীগের সদস্য জিএম মোক্তার হোসেন, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস সহ কলেজের শিক্ষকবৃন্দ, এবং সাবেক কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন হিরো ,কলেজ ছাত্রলীগ নেতা রেজওয়ান ,আহসান ,শুভ,সবুজ, ইকবাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।