পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশন এর ২০২১-২২ শীক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা মার্চ ২০২২ ইং বুধবার সকাল ১০ ঘটিকায় রাড়ুলি আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটের অধ্যক্ষ্য গোপাল চন্দ্র গোষের সভাপতিত্বে আরম্ভ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু (এমপি)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং রাড়ুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটের সভাপতি আকরামুল ইসলাম, শংকর কুমার দেবনাথ, জনাব আরশাদ আলি বিশ্বাস, মোঃ সাইফুল মোড়ল, মোঃ আনিসুর রহমান গাজীসহ আওয়ামীলিগ প্রমুখ নেতারা।