খুলনা ব্যুরো: কয়রা উপজেলার ২ নং বাগালি ইউনিয়ন পরিষদের সামনে মোঃ আমজাদ গাজীর পুত্র মোঃ শহিদুল ইসলাম এর মুদী ও ভেরাইটিস দোকানে ১০ ই মাচ রোজ বৃহস্পতিবার আসরের আজানের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দোকানসহ দোকানের মালামাল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে
স্থানীয় সূত্রে জানা গেছে, আসরের আজানের সময় দোকানে আগুনের ধোঁয়া উঠছে দেখে পরে সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলে ওঠে এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ছুটে আসে পাশবতী জি আই বি ক্রাবের সদস্যরা ও সিপিবির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে নিভিয়ে দেয়। এতে শহিদুল ইসলামের দোকানের সকল মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এবং পার্শ্ববর্তী আবু হানিফের দোকানে আংশিক ক্ষতি হয়।
এ ব্যাপারে মোঃ শহিদুল ইসলাম জানান আমি দোকানে বসে মাল বিক্রি করছিলাম এমন সময় দোকানের ভিতর আগুন দেখতে পাই সাথে সাথে চারিপাশে আগুনে দেখে আমি সম্পূর্ণ অচেতন হয়ে হয়ে পড়ি তারপর আমি আর কোন কিছু বলতে পারি না এ সময় তিনি বলেন আমার দোকানে আনুমানিক প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন হয়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান বলেন,আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি আগুন জ্বলছে আমি ও আগুন নেভানের জন্য সহযোগিতা করি লোক জনকে কাজ করতে
উংসাহ দেয়।