খুলনা ব্যুরো: কয়রা উপজেলা বিএনপি’র যুবদলের সাবেক আহবায়ক মরহুম মিজানুর রহমান ঢালীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ শে মার্চ বিকাল ৪ টায় নিজ বাসভবনে উপজেলার আমাদী ইউনিয়ন এর জায়গীর মহল গ্রামে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে তার স্ত্রী দীলরুবা মিজানের প্রতিষ্ঠিতাই তার রুহের মাগফেরাত জন্য ঢালী মিজানুর রহমান মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আনুষ্ঠানিক ঘোষনা করা হয়। মরহুম মিজানুর রহমান ঢালী উপজেলা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের ইছাক ঢালীর পুত্র।মরহুের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র কুরআন শরীফ খতম, এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তার রুহের মাগফেরাতের জন্য পরিবারের পখ থেকে দেশবাসীর কাছে দোয়া আবেদন জানান্।