খুলনা ব্যুরো: উপজেলার ১নং আমাদী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের খেওনা গ্রামের এমান আলি সানার পুত্র সাংবাদিক আবদুল মান্নান খুবই অতি কষ্টের ভিতর দিনাতিপাত করে যাচ্ছেন সরেজমিনে গিয়ে দেখা গেছে তিনি যে ঘরটিতে বসবাস করেন তাহা খুবচ জরজীন।
বর্তমানে বসবাসরত ঘরটি টিন ওগোল পাতা দিয়ে ছাওনি। পুরাতন গোল পাতা দিয়ে বেড়া। ঘরের ভিতরে গিয়ে দেখা গেছে কোন প্রকার আসবাবপত্র নেই শুধু তাই নয় এমনকি কোন আসবাব পএ বলতে কিছুই নাই।
সাংবাদিক এস এম আবদুল মান্নান বলেন আমি ২০০০ সাল থেকে খুলনা থেকে প্রচারিত সপ্তাহিক খুনের বাণী পত্রিকা ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত আছি সংবাদপত্র থেকে যে টাকা আয় হয় তাতে আমার সংসার চলে না তাই খুবই কষ্টে সংসার চালাতে হয় এমনকি নিজের স্ত্রী অন্যের বাড়িতে যেও কাজ করতে হয়। কাজ না করলে আমার সংসার চলে না। এত কষ্টের ভিতর ও সাংবাদিকতার টা এখনো ছাড়ি নাই
সাংবাদিক আবদুল মান্নানের স্ত্রী নাজমা খাতুন জানান আমি যে ঘরটিতে বসবাস করি বৃষ্টির সময় ঘরের ভিতরে পানি ঢুকে বাচ্চাকাচ্চা নিয়ে থাকতে পারিনা।
সাংবাদিক পরিবারটি কতৃপক্ষের কাছে একটি ঘরের দাবি জানান।