খুলনা ব্যুুরো: কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন ইমারজেন্সি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নিণয় ক্যাম্পেইন ২ রা এপ্রিল শনিবার সকাল ৮টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে রক্ত পরীক্ষা করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক/ শিক্ষিকা, শিক্ষার্থীরা এলাকাবাসী, সচেতন মহল সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।
রক্তের গ্রুপ নির্ণয় করে মুজাহিদ নামের এক শিক্ষার্থী জানান ক্লাবের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছি যেকোনো সময় মুঘুয রোগীদেরকে রক্তদান করব।
খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক এসএম সাইফুল কবির জানান, মুঘুয রোগীদের রক্তের দরকার হলে ক্লাবের সদস্যরা ছুটে এসে রক্ত দিয়ে যায়, তাদের এই মাহতী উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।
ক্লাবের সভাপতি সবুজ সরদার জানান ক্লাবের সদস্যরা মুঘুষ রোগীদের রক্তের যোগান দিয়ে যাচ্ছে। যারা রক্ত গ্রুপ জানেন না তারা আমাদের ক্লাবের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ যেকোনো সময় জানতে পারবেন। যারা ডোনার হতে আগ্রহী তারা আমাদের ক্লাবে ঢুকতে পারবেন। ক্লাবটি জন্য সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষন করবো। সকলেই ক্লাবটিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য।