খুলনা ব্যুরো: কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কামরুল ইসলাম শেখের ২য় পুত্র জাহিদুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এমবিবিএস এ্যাডমিশন টেষ্ট ২০২১-২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে খুলনার জাহিদুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজ চান্স পেয়েছেন। তার রোল নং ১৯১৪০৮৩। সে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি থেকে উচ্চ মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ন হন। কয়রার গ্রাজুয়েট হাই স্কুল থেকে মাধ্যমিকেও গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ন হন। তার পিতা কামরুল ইসলাম শেখ একজন মৎস্যজীবী, মাতা মাজিদা খাতুন গৃহিণী, ভাই জিয়াউর রহমান খুলনা বি এল কলেজে এম এ রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ও খুলনা সিটি ল কলেজে পড়াশুনা করেন। জাহিদুল ইসলাম ভবিষ্যৎ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবায় যাতে আত্মনিয়োগ করতে পারেন এই উদ্দেশ্যে সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেছেন। ছেলের সাফল্যে মহান আল্লাহর নিকট সুকরিয়া জানিয়েছেন তার পিতা মাতা।
জাহিদুল ইসলাম বলেন, আমি চিকিৎসক হয়ে যেন দেশের মানুষের সেবা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।