পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম পরিচিতি সভায় উক্ত প্রতিষ্ঠানের সদ্য নির্বাচিত সভাপতি ও আর কে বি কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের ই সাবেক অধ্যক্ষ পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ষষ্ঠবারের চেয়ারম্যান জননন্দিত জননেতা শ্রদ্ধেয় স্যার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ্য গোলাপ চন্দ্র ঘোষ, আনন্দ দাশ, আব্দুল মমিন সানা, অসিম দাশ, নিবেদিতা মন্ডল, আব্দুল হাকিম পাড়, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উক্ত সভায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির সুস্বাস্থ্য কামনা করেন তাছাড়া ও তিনি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর যোগ্য নেতৃত্বে পাইকগাছা কয়রার যে উন্নয়ন সাধিত হয়েছে সেগুলো তুলে ধরেন।