খুলনা ব্যুরো: দীর্ঘ দিন পরে দু:সময়ের
আ.লীগের নেতা কমীদের খুঁজে বের করেছেন কয়রা উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী। এ সময় আশি দশকের আ.লীগ নেতা কর্মীরা বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া ও শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আ.লীগ করি। রবিবার বামিয়া ৪ রাস্তার মোড়ে ৮০ দশকের আ.লীগ নেতা কর্মীরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে এ সব কথা প্রকাশ করেন। এসময় তারা বলেন, যেদিকে চোখ যায় শুধু আওয়ামী লীগ নেত্রীর উন্নয়নের ছোঁয়া দেখতে পাই। দেশের উন্নয়নে আমাদের নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী কাউন্সিলরের সময় প্রবীন ও ত্যাগী নেতাকর্মীদের খুঁজে খুঁজে কমিটিতে রাখার জন্য দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন ১৯৮০ সালের বাগালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ মন্ডল, ২০০৩ সালের বাগালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবু হায়দার মোল্লা, ২০০৩ সালের ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল হামিদ ঢালী, ২০০৩ সালের ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান গাজী, ২০০৩ সালের ৫নং ওয়ার্ড আ.লীগের সদস্য ভবতোষ কুমার মন্ডল, কয়রা উপজেলা যুবলীগের সদস্য মো. এমদাদুল হক ঢালী বাগালি ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক অনিমেষ সরদার, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, সাবেক ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান শেখ প্রমুখ