খুলনা ব্যুরো: খুলনার কয়রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র গরমে রোগীর কষ্টের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে ২০ টি উন্নত মানের বৈদ্যুতিক ফ্যান উপহার দেন খুলনা ৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
শুক্রবার ২২ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুদীপ বালার হাতে তিনি এ ফ্যান তুলে দেন। এসময় তিনি বর্তমান সরকারের নানা মেগা প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমার নির্বাচনী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে বিভিন্ন সমস্যা ও রোগীদের ভোগান্তি দেখে আমি এ উদ্যোগ গ্রহণ করি। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়েছে বহুদূর। তারই ধারাবাহিকতায় কয়রাবাসীকে যাতে উপজেলার বাইরের চিকিৎসার জন্য না যেতে হয় সেই লক্ষে তিনি কাজ করে যাচ্ছি।
হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধান ও রোগীদের সেবার মান আরও বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আচ্ছাস দেন।
এসময় খান সাহেব কোমর উদ্দীন ড্রিগ্রি কলেজে অধ্যক্ষ ড.চয়ন কুমার রায়, আমাদী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল, কয়রা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকর্তা ডাঃ সুদীপ বালা, আওয়ামীলীগ নেতা মোঃ জাফরুল ইসলাম পাড়, নির্মল কুমার, আঃ রশিদ, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।