খুলনা ব্যুরো: বাংলাদেশ আওয়ামীলীগ, কয়রা উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রি শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। শুএবার সন্ধায় তাঁকে দেখতে ও চিকিৎসার খোজ খবর নিতে যান- খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহাবুবুল আলম, খুলনা জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন, খুলনা জেলার প্রতিনিধি কামরুল গাজী, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন, কয়রা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন মিন্টু, আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু কোস্তাব রঞ্জন সানা, আমাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক গাজী নজরুল ইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহ,যোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।
এ সময়ে সকল নেতৃবৃন্দ বাবু নিশিত রঞ্জন মিস্ত্রি দাদার দ্রুত সুস্থতা কামনা করেন।