খুলনা ব্যুরো: কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাঠমারচর গ্রামের তছির শেখের কন্যা টুনি বেগম (হামিদা)
তিনি জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার নিজস্ব কোন জায়গা জমি নেই নুন আনতে পানতা ফুরায়। স্থানীয় সূএে জানাগেছে স্বামী পরিত্যক্তা টুনি বেগম তিনি গ্রামে বিভিন্ন কাজ করে তার সংসার চলতো। একটি মেয়ে সন্তান ছিলো সকালের সাহায্য মেয়েটিকে বিবাহ দেন।হঠাৎ করে টুনি বেগমের প্রথমে উনার বোগলের নিচে একটা টিউমার হয় তারপর পরীক্ষা করার পরে জানতে পারে সেটি কান্সারে পরিনত হইছে।
বর্তমানে এই জায়গা দিয়ে রক্ত ও পোকা বের হয়। এমনকি উনি বোগলের নিচে আয়না ধরে স্বর্না দিয়ে পোকা বের করে। ডাঃ উনাকে কান্সার ধরা পড়ার পরে কেমোথেরাপি দেয়ার জন্য বলছিলেন। কিন্তু টাকার অভাবে তিনি চিকিৎসা হতে পারছেন না। নিরুপায় হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নিছেন। মানুষ মানুষের জন্য জীবন জিবনের জন্য একটু সহনভূতি কি টুনি বেগম পেতে পারে না।
টুনি বেগমের সাথে যোগাযোগ করেলে, তিনি সন্তান হারানোর ন্যায়ের মত কান্না করেছিলেন, তিনি জীবন যুদ্ধে বাঁচতে চান এসময় তিনি বলেন টাকার অভাবে তিনি চিকিৎসা হতে পারছেন না। তাই তার চিকিৎসার জন্য সকলের কাছে আথিক সাহায্য দাবি করেন। বিকাশ/নগদ নাম্বার- 01902744739
সাহায্য করার আগে উনাকে ফোন দিয়ে কথা বলে নিবেন।