খুলনা ব্যুরো: খুলনার শিশু সংগঠক ও সংগীত শিল্পী মোঃ আলভী শেখ এর বড় বোন জাবীন তাসনিম কাজল এর জন্মদিন উপলক্ষে খাদ্য বিতরণ করেছেন। খুলনা রেলস্টেশন ও বিভিন্ন প্রান্তিক এলাকায় প্রায় ১৫০ জন ক্ষুধার্থ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে জন্মদিন উপলক্ষে খাদ্য বিতরণ করেন।এ সময় সকলের কাছ থেকে জীবনের সফলতার জন্য দোয়া কামনা করেন। জাবিন তাসমিন কাজল বলেন, এমন ভালো কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
আমার বেশি সামর্থ্য নেই তবে যতটুকু সামর্থ্য হয়েছে আমি ক্ষুদ্র কাজটি করতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই এভাবে আমার জন্মদিন উদযাপন করে আসছি। আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি কিভাবে নিজের এই জন্মলগ্নকে উদযাপন করতে হয়। আমি জন্মদিনে সকালবেলা উঠে বাবা মায়ের ও গুরুজনদের দোয়া নিয়ে থাকি। তারপরে আমি আমাদের যারা আশেপাশে সুবিধাবঞ্চিত এবং পথ শিশুদের যারা আছেন তাদরে সাথে আমার এই শুভ দিনটি উদযাপন করি।
এই কাজটা আমি ছোটবেলা থেকে করছে ঠিক। কিন্তু এইভাবে একা করা কখনও সম্ভব হতো না যদি না আমার বাবা-মা আমার পাশে না থাকতো। আমি প্রথমেই বাবা-মাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি শিক্ষার আমার মধ্যে দেওয়ার জন্য এবং ধন্যবাদ আমার আশেপাশে সকল মানুষকে যারা প্রতিনিয়ত আমাকে এভাবেই সহযোগিতা করছেন। সকলের প্রতি আমার একটাই চাওয়া। আপনার আশেপাশের মানুষ কেমন আছে। দিকে একটু খেয়াল রাখবেন। আর সকল সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন। সকলে আমার জন্য দোয়া করবেন।