বিশেষ প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানা এলাকায় জেলা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ৫০ বছরের এক বৃদ্ধাকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার শিবনগর বাজারের হায়দার শেখ এর চায়ের দোকানের সামনে থেকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কল্যানপুর গ্রামের মৃত ভোলাই ঢালীর ছেলে মোঃ লুৎফর রহমান ঢালী (৫০) কে ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
এ সংক্রান্তে জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) তাপস কুমার দত্ত বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-১৩।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, আটককৃত মাদক কারবারিকে রবিবার (১৫ মে) সকালে আদালতে চালান করা হবে।