খুলনা ব্যুরো: পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রশীদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সদস্য সচিব সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যাপক শিমুল, পৌর যুবলীগের জগদীশ চন্দ্র রায়, গৌরাঙ্গ মন্ডল, জি এম মিজানুর রহমান, অহিদুজ্জামান মোড়ল, ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, শ্রমিকলীগ নেতা জাহিদুর রহমান, ছিদ্দিকুর রহমান প্রমুখ।