খুলনা ব্যুরো: কয়রা ও পাইকগাছা উপজেলা এবং ১৭ টি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের জন্য নিজস্ব উদ্যোগে জমি ক্রয় ও নির্মাণ কাজ শুরু হওয়ায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য (উপকূল বন্ধু) খ্যাত আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কয়রা ও পাইকগাছা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগের তৃণমূলের পোড় খাওয়া নেতৃবৃন্দ৷
দলীয় কার্যালয়ের নিজস্ব ভবন না থাকায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন জাতীয় ও দলীয় কর্মসূচি পালন করতে অনেক সমস্যা হয়৷ এর আগে দায়িত্বশীলদের কাছে অনেকবার দলীয় কার্যালয়ের নিজস্ব জমিতে স্থায়ী ভবন নির্মাণের জোর দাবি জানালেও কোন কাজ হয়নি৷ এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকবার লেখালেখি হয়েছে৷ স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হওয়ার পরে তৃণমূল নেতৃবৃন্দের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজস্ব উদ্যোগে দুই উপজেলা এবং ১৭ টি ইউনিয়ন আওয়ামীলীগের নিজস্ব জমিতে দলীয় কার্যালয়ের ভবন নির্মাণের পরিকল্পনা করেন৷
সেই অনুযায়ী কয়রা এবং পাইকগাছা উপজেলার অনেক স্থানে জমি ক্রয় করা হয়েছে৷ ইতিমধ্যে পাইকগাছা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং কয়রা উপজেলা আওয়ামীলীগের স্থায়ী ভবন নির্মাণের জন্য নিজস্ব জমি ক্রয় করে নির্মাণ কাজ শুরু হওয়ার পথে৷
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ের ভবন নির্মাণের জন্য জমি ক্রয় সহ কার্যক্রম চলমান রয়েছে৷ শুধু তাই নয় মাননীয় সংসদ সদস্য দুই উপজেলার সাংবাদিকদের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করেছেন এবং অতি দ্রুত মাটি ভরাট করে ভবন নির্মাণের কাজ শুরু হবে৷