খুলনা ব্যুরো: কয়রা উপজেলা প্রশাসনের আয়ােজনে ও খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযােগিতায় ২৯ জুন সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের উপ পরিচালক মােঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুদীপ বালা, প্রানী সম্পাদ অফিসার ডাক্তার কাজী মােস্তাইন বিল্লাহ। বক্তৃতা করেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু,প্রভাষক চন্দন কুমার মন্ডল, ইমাম মােঃ আয়ুব আলী, ইউপি সদস্য আবু হাসান, শিক্ষক আব্দুল হালিম প্রমুখ।