বিশেষ প্রতিনিধি: মেঘনা নদীগর্ভে বিলীন ঘরবাড়ি ফসলের জমি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। কোভিট-১৯ মহামারী কালে,লাগামহীন মেঘনার ভাঙ্গনের কবলে- হরিনাথপুর, পুরাতন হিজলা, বাউশিয়া, আলিগঞ্জ।
নদী ভাঙ্গনের ফলে বিলীন হয় যাচ্ছে পৈত্রিক ঠিকানা -ভিটা, মাটি, ঘর। ভাঙ্গন কবলিত বাসিন্দাদের ছায়া দিয়ে আগলে রাখার নেতৃত্তের অভাব, নদীর পার্শ্ববর্তী বসবাসকারি স্বয়ংসম্পূর্ণ পরিবারগুলো সব হারিয়ে আজ নিঃস্ব হতদরিদ্রতা সহ হুমকির মুখে জীবন-জীবিকা