খুলনা প্রতিনিধি: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ভদ্রা নদীতে জোয়ারের পানি বাড়ায় ডুমুরিয়া বাজার সহ ভদ্রা নদীর আশেপাশে অনেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডুমুরিয়া বাজারে ট্রলার ঘাট, কাঁচা বাজারের পাশদিয়ে জোয়ারের পানি বাড়ায় চরম ভোগান্তিতে সাধারণ জনগণ।
জোয়ারের পানিতে প্লাবিত হয়ে মানুষ চলাফেরায় খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। সাধারণ জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যে কেনাকাটায় চরম ভোগান্তিতে পড়ছে। ভদ্রা নদীর পাশে অবস্থিত বহু মানুষের বসত বাড়ির আঙিনায় জোয়ারের পানিতে টইটুম্বুর।
জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের সময় সাধারণ মানুষের ঘর থেকে বের হতে সমস্যা হচ্ছে। এছাড়াও জোয়ারের পানিতে প্লাবিত ডুমুরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম।