পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আওয়ামীলিগের জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা আওয়ামীলিগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি ও খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব আলি সানা, উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপুর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমীরণ সাধু, আনন্দ মোহন, আবদুল রাজ্জাক মলঙ্গী, রশীদুজ্জামান মোড়ল, বিজন বিহারি সরকার, তৃপ্তি রঞ্জন সেন, ডাঃ শংকর দেবনাথ, বিমল পাল, আজিজুল হাকিম, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খুকি মনি প্রমুখ।