বিশেষ প্রতিনিধি: কিছু কিছু মানুষ নিদারুণ কষ্ট পাওয়ার জন্য জন্ম নেয়। কষ্টটা যেন তাদের নিত্য দিনের সঙ্গী। তারা হারাতে হারাতে জীবন খাতায় শুধু শূন্য থাকে। জীবন থেকে এক এক করে সব কিছু হারাতে থাকে….!
প্রিয় মানুষ হারায়, আপন মানুষ হারায়, এমনকি প্রিয় মানুষ গুলোর জন্য কাঁদতে পারাটাও হারিয়ে যায়। ইচ্ছে থাকলেও কাঁদতে পারে না। কারণ হাজারো কৌতুহল এর সম্মুখীন হতে হয় প্রতিটা মূহুর্তে…..!
প্রান খুলে তখন হাসতে পারে না বা কাঁদতে না পেরে অনলে পুড়িয়ে নিজের আত্নাকে শুদ্ধ পারে। কিংবা
ভুল মানুষের জন্য আক্ষেপ করে নিজেকে শেষ করে দেওয়ার পথটা রোধ করতে পারে….!
যার হারায় তার সব হারায়, রাতের ঘুম হারায়, মুখের হাসি হারায়, প্রিয় মানুষ হারায়, এক সময় নিদারুন কষ্টে কাঁদতে পারাটা ও হারিয়ে যায়…..!