নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় আজ রবিবার (৫ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে ডিমলা উপজেলায় কর্মরত ৪ জন মহিলা সহ ৯৬ জন গ্রাম পুলিশের মাঝে বিনামুল্যে বাইসাইকেল ও পোষাক বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।