বিশেষ প্রতিনিধি: জিতে গেলো মোহন সরকার, হেরে গেলো শারীরিক অক্ষমতা শারীরিক প্রতিবন্ধী মোহন সরকারের সাথে দেখা করলেন তার স্বপ্নের প্রিয় মানুষ ক্যাপ্টেন মাশরাফী মোর্ত্তজা।
যেকোনো কিছু বিনিময়ে ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজার সাথে জীবনে একবার হলেও দেখা করার প্রবল ইচ্ছা ছিলো মোহন সরকারের। সেই ইচ্ছা পূরণ হলো আজ। দেখা করলেন মাশরাফীর সাথে, তার প্রিয় মানুষটার হাতে তুলে দিলেন নিজের লেখা কবিতা। ম্যাশ সেটা আনন্দের সাথেই গ্রহণ করে বুকে জড়িয়ে নিলেন ভক্তকে।
সেই সাথে ক্যাপ্টেন মোহনকে দিলেন নিজের নাম্বারসহ অটোগ্রাফ স্মৃতি হিসেবে রাখতে আর বলে দিলেন যেকোনো প্রয়োজনে শুধু একটা কল দিলেই মাশরাফী হাজির হবেন মোহনের হাতিয়ার হয়ে।
মোহন সরকারকে মাশরাফীর সাথে দেখা করাতে সার্বিক সহযোগিতা করেছেন সজিব ও মাশরাফি বিন মুর্তজা গ্রুপের এডমিন নাবিল আহমেদ।